বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিডনির লাকেম্বাস্থ রেস্টুরেন্ট ‘নবান্ন’-এ যুবদল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান, সহসভাপতি একেএম ফজলুল হক শফিক এবং এসএম নিগার এলাহী চৌধুরী।
আলোচনা সভাটি পরিচালনা করেন যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, আরমান হোসেন ভূঁইয়া, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, বিএনপির প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মাসুম, এডভোকেট মোমিন আহম্মেদ, বাবুল খন্দকার, ইঞ্জিনিয়ার রায়হাত হাসনাত, সর্দার মামুন, মাহমুদুল হক দুলাল, অসিত গোমেজ, মোহাম্মদ শহিদুল্লাহ, সূধন যোসেফ ক্রুজ, সোহেল কর্নিলিয়াস পালমা প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে বলেন, ১৯৭৮ সালে গঠিত এ সংগঠনের উদ্দেশ্য ছিল যুবসমাজকে সংগঠিত করে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
প্রধান অতিথির বক্তব্যে মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আগামী নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার আহ্বান জানাই।
অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন