ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি পেসার জেমস অ্যান্ডারসন এবার পেলেন ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান নাইটহুড। সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে) উইন্ডসর ক্যাসেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রিন্সেস অ্যান অ্যান্ডারসনের হাতে এই সম্মাননা তুলে দেন।
৪৩ বছর বয়সী অ্যান্ডারসন দুই দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের জার্সিতে বোলিং আক্রমণের মূল ভরসা ছিলেন। ২২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ পেসার উইকেটশিকারি হিসেবে নাম লিখিয়েছেন। এই ফরম্যাটে তাঁর চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল শেন ওয়ার্ন (৭০৮) ও মুত্তিয়া মুরালিধরনের (৮০০)।
ওয়ানডেতেও অ্যান্ডারসন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি। ১৯৪ ম্যাচে তাঁর শিকার ২৬৯ উইকেট। যদিও ২০১৫ সালের পর থেকে তিনি আর এই সংস্করণে খেলেননি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ১৯ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর জুলাইয়ে অবসর নেওয়ার পরও ক্রিকেট ছাড়েননি অ্যান্ডারসন। ল্যাঙ্কশায়ারের হয়ে এখনো খেলছেন কাউন্টি ক্রিকেটে, পাশাপাশি ‘দ্য হানড্রেড’-এর দল ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে ওয়াইল্ডকার্ড চুক্তি রয়েছে তাঁর।
ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিদায়ী সম্মাননা তালিকায় অ্যান্ডারসনের নাম অন্তর্ভুক্ত করা হয়। ব্রিটেনে বিদায়ী প্রধানমন্ত্রী সাধারণত বিভিন্ন খাতে অবদান রাখা ব্যক্তিদের নাইটহুডের জন্য সুপারিশ করেন, যা রাজা অনুমোদন করেন।
বিডি প্রতিদিন/মুসা