ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট পাঁচ নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড় 'মেলিসা' জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে অগ্রসর হচ্ছে কিউবার দিকে। দেশটির জাতীয় ঘূর্ণিঝড় সতর্ক কেন্দ্রের তথ্য অনুযায়ী, ঝড়টি শিগগিরই কিউবার স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর ফলে সম্ভাব্য ভূমিধসের শঙ্কায় সাত লাখেরও বেশি মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিয়েছে দেশটির সরকার।
তবে ঝড়টি রাতে জ্যামাইকার উত্তর উপকূলে আঘাত হানার পর ক্যাটাগরি পাঁচ থেকে তীব্রতা কমিয়ে ক্যাটাগরি চারে পরিণত হয়েছে। আবহাওয়াবিদ সাইমন কিংস জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব কিউবায় অঘাত হানার সময় এটি তীব্রতা আরও কমে তিন নম্বর ক্যাটাগরিতে নামতে পারে।
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়টি কিউবায় আঘাত হানার সময় বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ১২৫ মাইল। যা ২০১৭ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি।
মেলিসা এরপর আরও দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে যাবে। পরে বাহামা অতিক্রম করবে এবং বৃহস্পতিবার বারমুডার দিকে যাবে। তবে তখনও ক্যাটাগরি ১ ঘূর্ণিঝড় হিসেবে তার শক্তি ধরে রাখবে।
এদিকে জ্যামাইকায় মেলিসার তাণ্ডবের পর প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস তার দেশকে দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন। জ্যামাইকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বাড়িঘর ও হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় মেলিসার বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ মাইল পর্যন্ত উঠেছে। এখন পর্যন্ত এর আঘাতে জ্যামাইকা, হাইতি ও ডেমিনকিান রিপাবলিকে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/এমই