হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (অপারেশনস-হেডকোয়টার্স) হাবিবুর রহমান খান এর সঙ্গে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
হাবিবুর রহমান সকলকে পেশাদারিত্ব, নিষ্ঠা, আন্তরিকতার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। হাইওয়ে পুলিশের কার্যক্রমকে গণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়াও অতীতের মত ফ্যাসিবাদী নয় বরং জন সেবায় সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এসময় সব থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে, তিনি বগুড়া রিজিয়নের সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রিজিয়ন অফিসের প্রতিটি দপ্তর, ফোর্স ব্যারাক, মেস এবং মেডিকেল ষ্টোর, দাপ্তরিক কার্যক্রম এবং শৃঙ্খলা সম্পর্কে খোঁজ খবর নেন।
মতবিনিময় সভা শেষে ডিআইজি হাবিবুর রহমান খান শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জের নিকট আনুষ্ঠানিকভাবে একটি মাইক্রোবাস হস্তান্তর করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া