কানাডার কুইবেক শহরে কেক কেটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী, কানাডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাজ্জাক রাজু, আরমানিয়া মাষ্টার, সাইফুর রহমান, ফারুক হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বক্তব্যে বক্তারা বলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং মানুষের অধিকারের জন্য আন্দোলন — এই বিশ্বাসকে ধারণ করেই বিএনপির ৪৭ বছরের পথচলা। তারা আরও বলেন, শান্তিময় ও মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই জাতীয়তাবাদী শক্তির মূল লক্ষ্য, আর এই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/আশিক