নারী অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন বিকশিত নারী সংঘ-এর এক যুগপূর্তি উপলক্ষে সম্প্রতি ফ্রান্সের লাকর্নভের একটি হলে অনুষ্ঠিত হলো “আমরা নারী; আমরা পারি” শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা।
সংগঠনের সভানেত্রী তৌফিকা সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা এসোসিয়েশনের আহ্বায়ক আহসানুল হক বুলু, উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখুন্জী, যুবনেতা মিল্টন সরকার, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত সোহেল, এমসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল অধ্যাপক বদরুল বিন হারুন, ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি তাইজুল ফয়েজ, ফ্রান্স ট্রিবিউনের সম্পাদক সাবুল আহমেদ, সাংবাদিক রাসেল আহমেদ, সাংবাদিক ইয়াসির আরাফাত খোকন, সাংবাদিক মামুন মাহিন ও মাসুম রেকাবদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পৃথিবীতে যা কিছু হয়েছে তা নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টার ফল। নারী-পুরুষের পারস্পরিক সহায়তা ছাড়া একটি রাষ্ট্রকে স্বার্থক বলা যায় না। তারা আরও বলেন, সেই আদিম যুগে নারীদের কোনো অধিকারই ছিল না। নারী হিসেবে জন্ম নেওয়াই ছিল পাপ। কিন্তু সভ্যতার ধারাবাহিকতায় নারী ধীরে ধীরে তার সত্যিকার অধিকার ফিরে পেয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে নারী তার অধিকার আদায়ে সাফল্যের পরিচয় দিয়েছে। আগামীর শান্তিপূর্ণ পৃথিবী গড়ার জন্য নারী-পুরুষকে একসঙ্গে কাজ করার বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রবাসে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য বেশ কয়েকজন গুণিজন ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন সাংবাদিকতায় আবু মামুন আজাদ, সেরা সংগঠক আহসানুল হক বুলু, নারী উদ্যোক্তা ফিরোজা বেগম, রুবীনা বেগম, বিউটি চৌধুরী, সঙ্গীতে শিল্পী দাস, জয়িতা বরুয়া, মৌসুমী চক্রবর্তী,
সমাজ সেবায় আমি ভয়াজ, এনকে নয়ন, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), ব্যবসায় ইদনী মুসলিম উদ্দি, জলি অপটিকস, অনলাইন পোশাক শিল্পে নুসরাত ক্লোজ, অনলাইন ব্যবসায় জাহিদা আক্তার, শিক্ষায় বদরুল বিন হারুন, নৃত্যে শরিফুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ