উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ৩৯তম ফোবানা সম্মেলন জমকালো আয়োজনে শুরু হয়েছে কানাডার মন্ট্রিয়লে। স্থানীয় সময় শনিবার শহরের ব্যস্ততম প্লাজা ডাউনটাউনে কানাডা-বাংলাদেশ সলিডারিটি সংগঠনের আয়োজনে এই সম্মেলনের উদ্বোধন হয়। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্র—তিন দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা।
দু’দিনব্যাপী এ মহাসম্মেলনে অংশ নিচ্ছেন শতাধিক সংগীতশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। পুরো আয়োজনকে ঘিরে মন্ট্রিয়ল রূপ নিয়েছে এক টুকরো “মিনি বাংলাদেশে”।
সম্মেলনের সাংস্কৃতিক অঙ্গনে থাকছে নাচ, গান, আবৃত্তি, নাটক, টেলেন্ট শো, ফ্যাশন শো, ইয়ুথ ফোরাম এবং ফোবানা স্কলারশিপ প্রদান অনুষ্ঠান।
এছাড়া অনুজীববিজ্ঞানী ও লেখক ড. শোয়েব সাঈদের নেতৃত্বে উত্তর আমেরিকার শিক্ষাবিদ ও গবেষকরা যোগ দেবেন একাধিক সেমিনারে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—
-অর্থনৈতিক জাতীয়তাবাদের যুগে কানাডা-আমেরিকা বাণিজ্য যুদ্ধ,
-বৈশ্বিক রাজনীতির পরিবর্তন ও বাংলাদেশের ভবিষ্যৎ,
-প্রযুক্তি, পরিবেশ ও প্রবাসে তরুণদের ভূমিকা।
আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বিডি প্রতিদিন/হিমেল