নেত্রকোনায় জুলাই পদযাত্রা মঞ্চে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কটাক্ষ করে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠন। এ ছাড়া বাবরের নির্বাচনি এলাকা মদন উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নেত্রকোনা শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক ও ছোট বাজার হয়ে বিএনপি দলীয় কার্যালয়ের সমবেত হয়। এ সময় এনসিপির কটুবাক্যের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে নানা স্লোগান দেন মিছিলকারীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতির বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা। সমাবেশে বক্তরা বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যতদিন জেল খেটেছেন, ততদিন জন্মের বয়সই হয়নি তোমাদের। কাজেই জিয়া পরিবার এবং কোনো নেতার বিরুদ্ধে কিছু বলার আগে ভেবেচিন্তে বলো। বাবরের নির্বাচনি এলাকা মদন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পৌর ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বিকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা মদন পৌরসভার জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে সমবেত হন। পরে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকায় সমাবেশ করে বিএনপি। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনসহ অন্য নেতারা।
উল্লেখ্য, গতকাল নেত্রকোনার কালেক্টর মাঠে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপি সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এর প্রতিবাদে সমাবেশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা।