বিদেশে অর্থ পাচার ও শ্রমশক্তি রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের তদন্ত চলমান থাকায় ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নুরজাহান বেগমসহ ১০ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
নিষেধাজ্ঞা প্রাপ্ত অপর ব্যক্তিরা হলেন- শেখ আবদুল্লাহ, এম আমিরুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, মোহা. নুর আলী, নাছির উদ্দিন আহমেদ, খোন্দকার শওকত হোসাইন, মো. শফিকুল ইসলাম ও ইশতিয়াক আহমেদ সৈকত।
আবেদনে বলা হয়, মালয়েশিয়ার শ্রম বাজারের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে অর্থ পাচার সংক্রান্তে আনা অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নিজাম উদ্দিন হাজারী ও অন্যান্য ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। সুতরাং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।