আউশ-আমন ধানসহ কৃষি সম্পর্কে মাঠপর্যায়ে ধারণা নিতে আমেরিকার দূতাবাসের একটি প্রতিনিধিদল রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলার কৃষি অফিস এবং কৃষকদের সঙ্গে মতমিনিময় করেছে। গতকাল বিকালে মার্কিন দূতাবাসের কৃষি অ্যাটাশে মিসেস এরিন কভার্ট ও দূতাবাসের স্টাফ তানভীর আহমেদ এ মতবিনিময়ে অংশ নেন। দেশের কৃষি খাতের উন্নয়ন, যান্ত্রিকীকরণ এবং কোল্ড স্টোরেজ নির্মাণ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।
কাউনিয়া উপজেলা অফিসার মোছা. তানিয়া আখতার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায় ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমাইন মুশতারী এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে হারভেস্ট মেশিন ব্যবহার, তিস্তা প্রকল্প, বিদেশি বিনিয়োগে কোল্ড স্টোরেজ নির্মাণে সরকারের অনুমোদন প্রক্রিয়া, আউশ ও আমন ধানের উৎপাদন এবং সার সংকট পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আখতার বলেন, মার্কিন দূতাবাসের কৃষি অ্যাটাশে মিসেস এরিন কাউনিয়া উপজেলা কৃষি অফিস পরিদর্শন করেন এবং জমিতে আউশ ও আমন ধানের অবস্থা, বর্তমান কৃষিতে ক্রমবর্ধমান পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে নোট নেন। পরে প্রতিনিধিদল স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করে।