নগরবাসীর ট্যাক্স ও বিল পরিশোধ সহজীকরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিকাশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল করপোরেশনের পরিচালনা কমিটির অষ্টম করপোরেশন সভায় সমঝোতা স্মারকের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ফলে এখন থেকে কর, ট্রেড লাইসেন্সের টাকাসহ বিভিন্ন কর দেওয়া যাবে বিকাশে। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য নগরভবনে সভায় অংশ নেন।
এদিকে পরিচালনা কমিটির সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন অঞ্চলগুলোর (অঞ্চল-৬ থেকে ১০) জন্য ডিএসসিসি কর্তৃক একটি করে নতুন কবরস্থান করার প্রস্তাব গৃহীত হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।