বিহারে ভোটার তালিকা সংশোধন ও ‘ভোট চুরি’র প্রতিবাদে গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের সময় পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, তৃণমূল কংগ্রেসের সদস্য সাগরিকা ঘোষসহ অন্তত ২০০ সংসদ সদস্যকে আটক করে। তবে দুই ঘণ্টা পর প্রায় সবাইকেই মুক্তি দেওয়া হয়েছে। সংসদ সদস্যরা বিক্ষোভ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অফিসের দিকে রওনা হয়েছিলেন। নরেন্দ্র মোদির দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরির প্রতিবাদ করতে গতকাল রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যরা রাস্তায় নামেন। তাঁরা পার্লামেন্ট থেকে ১ কিলোমিটার দূরে নির্বাচন কমিশন দপ্তরের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। মিছিলের নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, ডেরেক ও’ব্রায়ান, এনসিপি নেতা শারদ পওয়ার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ডিএমকে সংসদ সদস্য টি আর বালু, শিবসেনা (ইউবিটি গোষ্ঠী) সংসদ সদস্য সঞ্জয় রাউতসহ ৩ শতাধিক সংসদ সদস্য। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়। এরপর পুলিশের বাধা টপকে সেই ব্যারিকেডের ওপর উঠে পড়েন অখিলেশ, মহুয়া, সাগরিকারা। বাকিদের অনেকেই সেখানে বসে পড়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, স্লোগান দিতে থাকেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কার্যত হুলুস্থুল বেধে যায়। এ অবস্থায় মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, মিতালি বাগসহ কয়েকজন সংসদ সদস্য অচেতন হয়ে পড়েন। পরে মিতালি বাগকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ উত্তেজনার মধ্যেই এক এক করে রাহুল, প্রিয়াঙ্কা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, জয়রাম রমেশ, সাগরিকা ঘোষ, এনসিপি সংসদ সদস্য সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবসহ অন্যান্য সংসদ সদস্যকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। সেখান থেকে তাঁদের সোজা নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট পুলিশ থানায়। যদিও পরে আটক সংসদ সদস্য প্রত্যেককেই মুক্তি দেওয়া হয়। থানা থেকে ছাড়া পাওয়ার পর ভারতীয় পার্লামেন্টের অধিবেশনে যোগ দেন ইন্ডিয়ার নেতারা। গ্রেপ্তার হওয়ার সময় রাহুল বলেন, ‘এটা রাজনীতির লড়াই নয়। এটা ভারতের সংবিধান বাঁচানোর লড়াই।’ মিছিলের আগে বিক্ষোভের কারণে পার্লামেন্টের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভা অচল হয়ে যায়। রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে ভোটের তালিকা সংশোধন করছে এবং এভাবে ভোট চুরি করে হরিয়ানা ও মহারাষ্ট্রে জিতেছে। অভিযোগ অনুযায়ী, নির্বাচন কমিশন যেসব রাজ্যে আসন্ন নির্বাচন রয়েছে তার তালিকা সংশোধন করছে। বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের। পশ্চিমবঙ্গে আগামী বছরে ভোট। তার আগে তালিকা সংশোধন করা হচ্ছে।
শিরোনাম
- নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত ৫ পার্সেন্ট এগিয়ে : দুদু
- পাঁচ ব্যাংকের একীভূত ‘ইউনাইটেড ইসলামী’ ব্যাংকের অফিসের অনুমোদন
- ২৪ বছর পর জননিরাপত্তা মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি সেলিম
- যেসব কারণে ভেস্তে যেতে পারে ট্রাম্পের ‘গাজা শান্তি প্রস্তাব’
- ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
- পবিত্রতা বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- দেশীয় প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
- ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অন্ধকার নেমে আসবে: মুজিবুর রহমান মঞ্জু
- ইন্দোনেশিয়ায় স্কুলের ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ৩৮
- ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, ঘোষণা নেতানিয়াহুর
- স্পেনের ঘাঁটি দিয়ে ইসরায়েলে মার্কিন অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা
- ভোলার মারিয়া হত্যা মামলায় প্রধান আসামি রাকিব গ্রেফতার
- টিকা নেওয়ার কারণে প্রাণঘাতি সকল রোগের প্রতিরোধ সম্ভব হয়েছে
- মেধাভিত্তিক সমাজ চাইলে মতিউর ও বেনজীরদের সংখ্যা বাড়বে : জাবি উপাচার্য
- যুদ্ধ শেষ হওয়ার এক বছরের মধ্যে গাজায় নির্বাচন: মাহমুদ আব্বাস
- ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
- সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু
- তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার
- ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের সভাপতি সাইফুল, সম্পাদক শুভ
- দেশে ফিরবেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ১২০ ইরানি: মন্ত্রণালয়
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
আপডেট:
০১:৪৮, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
ভারতে রাহুল গান্ধীকে গ্রেপ্তার নিয়ে তোলপাড়
নয়াদিল্লি ও কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর