গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বেশির ভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে (পিআর) জাতীয় নির্বাচন চায়। সেখানে আনুপাতিক হারে যদি না-ও হয়, জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে। এর মাধ্যমে একটি কার্যকর সংসদ হবে। সেই জন্য আমরা বলেছি, নিম্নকক্ষ না হলেও আগামী সংসদেই যেন উচ্চকক্ষে সব রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।
গতকাল বিকাল রাজশাহী নগরের বাটার মোড়ে ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জরিপের বরাতে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, দেশের ৪৮ ভাগ মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। মাত্র ১২ ভাগ মানুষ বিএনপি ও ১০ ভাগ মানুষ জামায়াতকে ভোট দিতে চায়। তাহলে ২২ ভাগ? আর বাকি ভোটাররা, বিশেষ করে ৪৮ সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। ১৪ ভাগ মানুষ বলতে চায়নি কাকে ভোট দেবে। তাহলে এটা পরিষ্কার- তারা বিএনপি-জামায়াত কাউকে ভোট দেবে না। গণঅধিকার পরিষদের রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল সভাপতিত্ব করেন।