যুব দিবস উপলক্ষে ৪ হাজার ৯৮৫ যুবককে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ দেবে সরকার। এর মধ্যে ২ হাজার ৫৩৪ যুব ও ২ হাজার ৪৫১ যুব নারীকে এ ঋণ দেওয়া হবে। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ২০ জন সফল আত্মকর্মী ও যুব সংগঠক। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।
সংবাদ সম্মেলনে ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, ১২ আগস্ট (আজ) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদ্যা পন করা হবে। এ বছর যুব দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান-উত্তর তারুণ্যের জয়যাত্রা কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তি মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত আছে।