নেত্রকোনার আটপাড়ায় বাড়ির সামনের পুকুরে পড়ে তিন বছরের মৌমিতা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামে। শিশুটি ওই গ্রামের মিজানুর রহমানের কন্যা।
শিশুর চাচা মির্জা হৃদয় সাগর জানায়, বাড়ির সামনের পুকুরে চারপাশে নেট দিয়ে আটকনো। যাতে করে শিশুরা পড়ে না যায়। কিন্তু ঘাটের অংশ দিয়ে সোমবার দুপুরে শিশু মৌমিতা সকলের চোখের আড়ালে পুকুরে নেমে যায়। বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকায় শিশুটির খোঁজ রাখেনি। এসময় মৌমিতার ফুফাতো বোন পরীক্ষা দিয়ে বাড়িতে ঢোকার সময় মৌমিতাকে ঘাটের সমানে ভাসতে দেখে। পরে চিৎকার চেচামেচিতে বাড়ির লোকজন বেড়িয়ে এসে মৌমিতাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/নাজমুল