স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঈদ আমরা নতুনভাবে উদযাপন করতে চাই। এবার ঈদের নামাজ শেষে সুলতানি ও মুঘল আমলের রীতি অনুযায়ী থাকবে আনন্দ মিছিল। থাকবে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সেখানে একসঙ্গে কয়েক লাখ মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সজীব ভূঁইয়া বলেন, যত দিন যাচ্ছে, ঈদ আয়োজন সামষ্টিকতা থেকে ব্যক্তিগত ও পারিবারিক আয়োজনে পরিণত হচ্ছে। ঈদের দিনে আমাদের বর্তমান জেনারেশনের অনেকে টিভি দেখে বা ঘুমিয়ে কাটিয়ে দেয়। এজন্য উত্তর সিটির উদ্যোগে পুরাতন বাণিজ্য মেলার মাঠে কেন্দ্রীয়ভাবে ঈদ উদযাপন করা হবে। ঈদগাহের পাশে মেলার আয়োজন থাকবে। একই সঙ্গে পুরাতন ঐতিহ্য সুলতান আমল ও আঠারো শতাব্দীর সময়ে ঈদের নামাজের পরে ঈদের মিছিল হতো, এ ঐতিহ্যটিকে আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। সবশেষ ঈদের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।