জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনের সাইডলাইনে “ব্র্যান্ডিং বাংলাদেশ: শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রবিবার (২৮ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের একটি হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)-এর চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় জাতিসংঘে যোগদানকারী বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের রাজনৈতিক দলের সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ বিভিন্ন সংগঠনের নেতা, অর্থনীতিবিদ, ব্যাংকার, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন এবং আলোচ্য বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
বক্তারা ব্যবসা-বাণিজ্যের নানা সমস্যার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরতে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, আমেরিকায় ব্যবসা-বাণিজ্যের সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে। প্রবাসীরা আমেরিকায় বিমান সেবা চালু করা এবং সিলেটের সড়কপথের কাজ দ্রুত শেষ করার দাবি জানান।
সভায় আগামী নির্বাচন ও প্রবাসীদের অংশগ্রহণ প্রসঙ্গে বক্তারা বিভিন্ন মতামত তুলে ধরেন এবং দেশের উন্নতির জন্য স্থায়ী ও টেকসই গণতান্ত্রিক নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখছে। প্রবাসীরা বিদেশে বাংলাদেশের দূতের ভূমিকা পালন করছেন। বক্তারা প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে পোস্টাল ব্যালটকে যথেষ্ট কার্যকর নয় বলে উল্লেখ করে তারা অনলাইন ভোট, আগাম ভোট কিংবা আরও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে ব্যক্তি ও দল উভয়েরই করণীয় আছে। আর কোনো গোলামী চলবে না, ৫ই আগস্ট আমাদের শিক্ষা।
সভাপতির বক্তব্যে এম এস সেকিল চৌধুরী বলেন, এনআরবি সেন্টারের উদ্যোগে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অর্ধশতাধিক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এসব কনফারেন্সের মূল লক্ষ্য বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে তুলে ধরা। প্রবাসীদের প্রার্থীতার বিষয়ে সংবিধান ও আইন অনুযায়ী সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রবাসীরা টাকা পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন, অথচ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। ভোটাধিকার ও প্রার্থীতা বিষয়ে সকল অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানাই। আশার কথা হলো প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন এই বিষয়টির সমাধান করবেন, নাও করতে পারলে অন্তত শুরু করবেন। দেশে-বিদেশে সব বাংলাদেশি এবং সব রাজনৈতিক দলকে এক হয়ে দেশ এগিয়ে নিতে কাজ করতে হবে।
সেকিল চৌধুরী আরও বলেন, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, তারা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন- এটাই প্রত্যাশা এবং এটিই আমাদের জাতীয় নিরাপত্তার রক্ষাকবচ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআরবি সেন্টার আমেরিকার সাপোর্ট গ্রুপের সদস্য প্রবাসী সানওয়ার চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টির অন্যতম নেতা মাফ মিসবাহ উদ্দিন, অর্থনীতিবিদ অধ্যাপক শওকত আলী, শিক্ষাবিদ অধ্যাপক মহসিন পাটওয়ারী, পুলিশ কর্মকর্তা কারাম চৌধুরী, চেম্বার নেতা লিটন আহমদ, কমিউনিটি নেতা সাবুল উদ্দিন, ব্যাংকার ওয়াসেক চৌধুরী, ব্যবসায়ী ও সমাজকর্মী ফখরুল ইসলাম দেলওয়ার, কমিউনিটি নেতা ময়নুল হক চৌধুরী হেলাল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন হাকিম, কমিউনিটি নেতা জসির উদ্দিন, হাসান আলী, ইমাম শামসী আলী এবং ইমাম কারী কাইয়ুম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ