দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
রবিবার বিকাল ৪টা ১৫ মিনিটে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।
এর আগে শনিবার তিনটি রাজনৈতিক দলের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিডি প্রতিদিন/আরাফাত