বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে রাবেয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার আন্দি কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাবেয়া বেগম ওই গ্রামের দুদু প্রামাণিকের স্ত্রী। জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাবেয়া বেগম বাড়ির মুরগিগুলোকে খোপে তোলার জন্য বের হন। এ সময় একটি মুরগিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। হঠাৎ অসতর্কতাবশত মুরগির খোপের সঙ্গে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি।