নিখোঁজের দুই দিন পর ক্যানেল থেকে খুলনার রূপসায় পান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল পূর্ব রূপসা বাসস্ট্যান্ডের কাছে সিঅ্যান্ডবির ক্যানেল থেকে লাশটি উদ্ধার করা হয়। রেজাউল ইসলাম বাগমারা গ্রামের পান ব্যবসায়ী আবদুল হাকিমের ছেলে। গত শুক্রবার রাত থেকে রেজাউল ইসলাম নিখোঁজ ছিলেন। পুুলিশ জানায়, রেজাউল বাড়িতে না ফেরায় পরিবারে লোকজন খোঁজাখুঁজি শেষে পুলিশকে অবহিত করেন। গতকাল রেজাউলের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।