ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন কলেজ শিক্ষক-কর্মচারীরা। গতকাল সকালে শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তৃতা করেন- অধ্যক্ষ ওবাইদুর রহমান, অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, আবদুল হামিদ, আমিনুল ইসলাম, প্রভাষক মেহেদী হাসান, দিলসাদ তাহমিনা প্রমুখ।