ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীর বলেছেন, দুর্নীতি ও বৈষম্যের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে জনজীবনে দুর্ভোগ ও অশান্তি বিরাজ করছে। এই সংকট সমাধানের একমাত্র মাধ্যম সমাজ ও রাষ্ট্রে ইসলামি অনুশাসন অনুসরণ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসলামী সমাজের আমির আরও বলেন, আল কোরআনকে সংবিধান গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে সমাজ ও রাষ্ট্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। সব ধর্মের মানুষের জন্য সব ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে। সব ধর্মের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। ফলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। সৈয়দ হুমায়ুন কবীর সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় তিন দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে রয়েছে-আগামী নভেম্বর ও ডিসেম্বরে ঢাকা মহানগরীর প্রতিটি থানায় শান্তিপূর্ণ গণসংযোগ, মিছিল; দ্বিতীয় দফায় রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও কুষ্টিয়া জেলা শহরে আল কোরআনবিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ এবং তৃতীয় দফায় দেশব্যাপী প্রশিক্ষণ বৈঠক। ইয়াছিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মুহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর মোহাম্মদ, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।