অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দল। কর্মসূচির মধ্যে রয়েছে আজ (সোমবার) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। এ ছাড়া ২৫ অক্টোবর দেশের সব বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর সব জেলা শহরে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে দলগুলো।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ৮টি দলের যৌথ সংবাদ সম্মেলন থেকে তিন দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের। এ সময় আগামী ২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আলী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈমসহ দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা। সম্মেলনে উত্থাপিত পাঁচ দফা দাবি হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।