দেশের সব বিভাগেরই কোথাও না কোথাও বৃষ্টিপাত চলছে এবং এটা চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রংপুরসহ কোথাও কোথাও কাল বৃষ্টি সামান্য কমতে পারে। কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা আপাতত নাই।
এমন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণ কী- জানতে চাইলে তিনি বলেন, এটি মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত। কালবৈশাখীর সময়ে আবহাওয়া এমন থাকে উল্লেখ করে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই এখন।
তবে ঘূর্ণিঝড় হতে পারে কি না, সেই তথ্যও আগামী তিন থেকে চারদিন পর জানা যাবে বলে তিনি জানান। আজ সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে, ১১৮ মিলিমিটার। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল খুলনার যশোরে, ৩৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। সূত্র : বিবিসি বাংলা।
বিডি-প্রতিদিন/শআ