সম্প্রতি ভারতে এক কলেজপড়ুয়া তরণের ব্যক্তিগত অভিজ্ঞতা ঘিরে সরগরম সমাজমাধ্যম। রেডিটে দেওয়া পোস্টে ওই তরুণ দাবি করেছেন, ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করায় সদ্য গড়ে ওঠা প্রেম ভেঙে দিয়েছেন তাঁর প্রেমিকা। এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে ভাষা, শ্রেণিবিভাজন এবং সম্পর্কের মূল্যবোধ নিয়ে।
পোস্ট অনুযায়ী, তরুণের কলেজের এক সহপাঠিনী প্রথমে তাকে প্রেমের প্রস্তাব দেন। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। কয়েক সপ্তাহ ভালো সময় কাটানোর পর হঠাৎ একদিন প্রেমিকা ফোন করে জানতে চান, তিনি কোন মাধ্যমে পড়াশোনা করেছেন। তরুণ সত্যি স্বীকার করে জানান, তিনি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছেন। এরপরই প্রেমিকা সম্পর্ক ছিন্ন করেন।
এই অভিজ্ঞতা তরুণ রেডিটে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ ওই তরুণীর আচরণকে 'বিষাক্ত' বলে অভিহিত করেছেন। কেউ কেউ লিখেছেন, 'ইংরেজির প্রতি ভারতের মানুষের অতিরিক্ত মোহ সমাজকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।' অনেকেই তরুণকে এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।
একজন মন্তব্য করেন, 'ভাষা কারও যোগ্যতা নির্ধারণ করতে পারে না। এই ধরনের মানসিকতা শিক্ষিত সমাজের পক্ষে লজ্জাজনক।'
বিডি প্রতিদিন/মুসা