কোনও খেলোয়াড়ের ম্যাচসেরা পুরস্কার হিসেবে টাকা, গাড়ি বা মোটরসাইকেল পাওয়া খুবই পরিচিত চিত্র। কিন্তু এবার দেখা গেল ভিন্ন ঘটনা। আর সেই ঘটনা সামনে আসতেই বেস অবাক হয়েছন নেটিজেনরা। কারণ ম্যাচসেরার পুরস্কার হিসেবে এক ফুটবলারকে তুলে দেওয়া হয়েছে ভেড়ার বাচ্চা।
আর এটাই নাকি নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে’র ঐতিহ্য। এর আগে, চলতি বছরের গত মার্চ মাসেই চার ট্রে ডিম পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল ক্লাবটির পক্ষ থেকে। এখানেই শেষ নয়, এপ্রিলের শুরুতে দেওয়া হয় কয়েক কার্টন দুধ। আর এবার একটি ভেড়ার বাচ্চাকে ‘উপহার’ হিসেবে তুলে দেওয়া হয়েছে ক্লাবটির ফুটবলার অ্যাক্সেল ক্রাইগারকে। ২৭ বছর বয়সি এই তরুণ ফুটবলার এমন পুরস্কার হাতে পেয়ে বেশ খুশি।
অ্যাক্সেল মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের ওই ম্যাচে হেগসুন্দকে ৩-১ গোলে উড়িয়ে দেয় ব্রাইন। শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্রাইনকে এগিয়ে দেন ক্রাইগার। গোটা ম্যাচে তার দুর্দান্ত ফুটবল প্রশংসা কুড়িয়েছে।
সেই কারণেই ঐতিহ্যের অঙ্গ হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি ভেড়ার বাচ্চা। এই ছবি তিনি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
সূত্র- স্পোর্টসডটইনফো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ