দুবাইয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের মেয়ের নামে থাকা ৪৫ কোটি টাকার একটি ফ্ল্যাট নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে গভর্নর জানিয়েছেন, এর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি ফেসবুকে ছাত্রলীগের সাবেক নেতা এস এম জাকির হোসেনের একটি পোস্ট শেয়ার করেন, যেখানে দাবি করা হয় ২০২৪ সালের ২৪ ডিসেম্বর গভর্নর আহসান এইচ মনসুর তাঁর মেয়ে মেহরিন সারা মনসুরের নামে দুবাইয়ে ১৩.৫ মিলিয়ন দিরহামের (প্রায় ৪৫ কোটি টাকা) একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন। এতে গভর্নরের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও তোলা হয়, যদিও কোনো প্রমাণ পেশ করা হয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার মেয়ের সম্পত্তি। সে একজন প্রাপ্তবয়স্ক, বিবাহিত, আমেরিকার নাগরিক এবং ব্যবসার কারণে দুবাইয়ে তাঁর স্বামী ও সন্তানদের সঙ্গে থাকে। এই ফ্ল্যাটটি সে নিজেই ২০২৩ সালে কিনেছে, আমি তখন গভর্নরই ছিলাম না।’ তিনি আরও বলেন, ফ্ল্যাটটি কিনতে ব্যবহৃত অর্থের ৮০ শতাংশ মর্টগেজ, বাকি অংশ তাঁর মেয়ে নিজেই দিয়েছে। তাঁর ভাষায়, ‘তিন বছরে আমি মেয়েকে শুধু একটি কাপড় দিয়েছি, আর কিছু দিইনি।’ গভর্নর বলেন, দলিলপত্রে তাঁর নাম শুধু মেহরিনের বাবা হিসেবে উল্লেখ রয়েছে, অর্থ মালিকানা বা লেনদেনে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আসেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক এই অর্থনীতিবিদ দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতে সংস্কার শুরু করেন। বিশেষ করে ইসলামি ধারার ব্যাংকগুলোতে ‘অবৈধভাবে’ তারল্য সহায়তা বন্ধ করেন এবং সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছেন। এ সংস্কার কার্যক্রমের মধ্যেই ফেসবুকে প্রকাশিত পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়। গভর্নর আহসান এইচ মনসুর জানিয়ে দিয়েছেন, তাঁর মেয়ে সম্পূর্ণভাবে স্বাবলম্বী এবং তাঁর অর্থনৈতিক সিদ্ধান্তে তিনি কোনোভাবেই জড়িত নন। তিনি বলেন, ওই ফ্ল্যাটে আগে থেকেই থাকত তাঁর মেয়ের পরিবার। মালিক ছিলেন একজন ভারতীয়। তিনি ফ্ল্যাটটি বিক্রির উদ্যোগ নিলে মেহরিন সেটি কিনে নেয়। কেনাকাটার সব কার্যক্রম ২০২৩ সালেই সম্পন্ন হয়। আর ২০২৪ সালে সেটি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সারা হয়।
শিরোনাম
- 'প্রিজন সেলে অবহেলায় আল্লামা সাঈদীর মৃত্যু হয়'
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নীল নদ থেকে ফোরাত : আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন
- বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের
- বিদ্যুৎ ও গ্যাস সংকট পোশাক খাতের বড় চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি
- নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
আপডেট:
০০:১৮, বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
দুবাইয়ে মেয়ের ফ্ল্যাট নিয়ে বিতর্ক
অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করলেন গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর