সেজেগুজে হাজির হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। খেতে গিয়েই চক্ষু চড়কগাছ আমন্ত্রিতদের। বিয়ের অনুষ্ঠানে ডিনার খেলে গেলে নাকি সকলকেই খাবারের দাম দিতে হবে। বিনামূল্যে কোনও খাবার খেতে পারবেন না কেউ। কত টাকা দিতে হবে, তাও উল্লেখ করা রয়েছে ডিনারের জায়গায়। অদ্ভুত এই নিয়মের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ওই অনুষ্ঠানের এক আমন্ত্রিত অতিথি।
ঘটনাটি ঘটেছে ইতালির ফ্লোরেন্সে। ক্ষোভ উগরে ওই ব্যক্তি জানিয়েছেন, কানাডার ভ্যাঙ্কুভার থেকে ইতালির ফ্লোরেন্সে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং ছিল। অধিকাংশ আমন্ত্রিত কানাডা থেকেই গিয়েছিলেন। বিয়ের আগেরদিন প্রি ওয়েডিং পার্টিতে গিয়েই তারা বিপাকে পড়েন। প্রি ওয়েডিং পার্টিতে ডিনারের জন্য আমন্ত্রিতদের দাম দিতে হবে বলে জানানো হয়।
সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি আরও লেখেন, কানাডা থেকে ইতালিতে যাতায়াত ও থাকার জন্য আমন্ত্রিতরা আগে থেকেই হাজার হাজার টাকা খরচ করেছেন। অথচ বিয়ের অনুষ্ঠানে গিয়ে কোনও আতিথেয়তা পাননি। বরং খাবারের জন্য টাকা চাওয়া হয়। ডিনারের জন্য তিন হাজার ৭০০ টাকা চাওয়া হয় তাদের থেকে। এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে যারপরনাই ক্ষুব্ধ তারা।
পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা লিখেছেন, বিয়েবাড়ির হোস্টরা ভদ্রলোক নন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে, খাবারের জন্য দাম চাওয়াটা অভদ্রতার নিদর্শন।
তথ্য সূত্র - এমএসএন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ