অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত এক বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন করেছে, তা আমরা সহ্য করেছি। কিন্তু আন্দোলন থেকে কখনো মাঠ ছেড়ে পালাইনি।
আগস্টের আন্দোলনের রূপ দিয়েছে দেশনায়ক তারেক রহমান। তার নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারকে বলছি অতিদ্রুত নির্বাচন দিয়ে দিন। দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নাই, তাই নির্বাচনের বিকল্প নেই বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই