বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গল হবে। জাতির জন্য মঙ্গল হবে। সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি বেহায়া দল। তাদের মতো দল পৃথিবীতে কম আছে। পালিয়ে যেয়েও বলছে ষড়যন্ত্র করে তাকে খেদিয়ে দেয়া হয়েছে। ইউনসু ষড়যন্ত্র করে খেদিয়ে দিয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি। জাতিসংঘের মানবাধিকার সংগঠন হাসিনাকে বলেছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টভাবে ১৫শ মানুষকে হত্যা করেছে। হাসিনা মনে করছে, আমরা দেশের পুলিশকে ধ্বংস করেছি, বিচার ব্যবস্থা ধ্বংস করেছি ও প্রশাসন ধ্বংস করেছি। এখন ইউনুস সরকার এগুলো ঠিক করতে গেলে বিশৃংখলা হবে। আর এর মধ্যেই তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, দেশের মানুষের মঙ্গলের স্বার্থে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিন।
তিনি বলেন, বিএনপি ৩১ দফা দিয়েছে। ৩১ দফায় রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, পার্লামেন্ট ও দ্বিকক্ষসহ জাতীয় সরকার সবই রয়েছে। অএতব এগুলো নিয়ে বিতর্ক না করে সরাসরি নির্বাচনের দিনক্ষণ ঘোষণ করেন।
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. কে.এম. রায়উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিক সরকার ও অ্যাড. হামিদুল ইসলাম দুলাল প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল