দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্ষীয়ান রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘দ্রুত নির্বাচন না দেয়া হলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিবাদীরা। এতে দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে সরকার।’
আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদু উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ