এ বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন-জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াগি। গতকাল বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টার দিকে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে এই ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিবৃতিতে জানিয়েছে, রসায়নে নোবেলজয়ী তিন বিজ্ঞানী এক ধরনের নতুন আণবিক কাঠামো উদ্ভাবন করেছেন। তাদের তৈরি এই কাঠামো-ধাতু-জৈব ফ্রেমওয়ার্কের (মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক) মধ্যে বড় বড় ফাঁপা স্থান রয়েছে, যেখানে অণুগুলো অবাধে প্রবেশ ও বের হতে পারে।
গবেষকরা এই কাঠামো ব্যবহার করছেন মরুভূমির বাতাস থেকে পানি আহরণে, পানির দূষণকারী উপাদান অপসারণে, কার্বন ডাই-অক্সাইড ধারণে এবং হাইড্রোজেন সংরক্ষণে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধাতু-জৈব কাঠামোর (মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক) উন্নয়নের মাধ্যমে নোবেলজয়ীরা রসায়নবিদদের নতুন সুযোগ সৃষ্টি করেছেন, যা তাদের গবেষণার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
সুসুমু কিতাগাওয়া জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়, রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় এবং ওমর এম ইয়াগি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।