দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩০৮ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৭, বরিশালে ১১৫, চট্টগ্রামে ৮৫ এবং ময়মনসিংহে ২১ জন নতুন করে ভর্তি হয়েছে। চলতি বছরে গতকাল পর্যন্ত ৫৩ হাজার ১৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে ১১৭ পুরুষ ও ১০৭ জন নারী।