গাজীপুরে প্রকাশ্যে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বিকালে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার মালেকের বাড়ীর পশ্চিম পাশে শরীফপুর রোডে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোসা. সোহেলা খাতুন (৪২) শেরপুরের নকলা উপজেলার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে। তিনি শরীফপুরের কবির ম্যানেজারের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন কন্যাসন্তানের জননী সোহেলা খাতুন পেশায় পোশাককর্মী। তাঁর স্বামী কালু শেখ (৪৫) ভ্যানচালক। তাঁরা বিয়ের পর থেকে একই বাসায় ভাড়া থাকেন। দাম্পত্য জীবনে প্রায় সময় ঝগড়াঝাঁটি করতেন। বনিবনা না হওয়ায় তিন-চার দিন আগে সোহেলা কালু শেখকে তালাক দেন। তালাকের বিষয় কেন্দ্র করে বিকাল সাড়ে ৫টার দিকে কালু শেখ সোহেলাকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য রিকশাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে ঘটনাস্থলেই সোহেলা খাতুন মারা যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।