ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় মারা যায় প্রতিভা মণ্ডল (৩)। এর আগে রবিবার সকালে মারা যান শিশুটির মা জয়ন্তী মণ্ডল (৩৩)। জয়ন্তী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী। গত রাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বহরপুর ইউনিয়নের স্বাস্থ্যসহকারী সুপ্লব রায়।
জয়ন্তী মণ্ডলের ভাইয়ের ছেলে বিপুল ম ল বলেন, সমির মণ্ডল স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। বুধবার জ্বরে আক্রান্ত হন জয়ন্তী ও প্রতিভা। তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে জয়ন্তী মারা যান। এক দিন পর গতকাল সন্ধ্যায় প্রতিভা মারা যায়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এ সময়ে বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬ জন ছাড়াও ঢাকা বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৫০৯ জন।