যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের ঘরে আরেক পুত্রসন্তান জন্ম নিয়েছে। তার নাম রাখা হয়েছে আরহাম। নিউইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ট্র্যাজেডির মধ্য দিয়ে এক নতুন জীবন এসেছে পৃথিবীতে। আরহাম তার দুই বড় ভাই আহিয়ান ও আজহানের সঙ্গে যুক্ত হয়েছে। তারা একসঙ্গে তাদের বাবার সেবা ও সাহসের উত্তরাধিকার বহন করে এগিয়ে যাবে। দিদারুলের স্ত্রী জামিলা ইসলাম রবিবার তৃতীয় সন্তানের জন্ম দেন। সে সময় দিদারুলের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে থাকার কথা এক এক্স পোস্টে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেন, আমি জানি, আরহামের জন্ম এ পরিবারের জন্য কতটা বিশেষ, যারা তাদের বীরকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমাদের পুরো শহর তাদের পাশে আছে এবং সবসময় তাদের সহায়তায় প্রস্তুত।
গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের একটি ভবনে ঢুকে দিদারুলসহ চারজনকে গুলি চালিয়ে হত্যা করে এক অস্ত্রধারী। এরপর আত্মহত্যা করে হামলাকারী। দিদারুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে কাজ করে আসছিলেন। তিনি সেখানে মা-বাবা, দুই ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে থাকতেন।