নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে দুজন। গতকাল ভোরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর তীরের কলাগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, ডাকাতরা নদীপথে এসে কলাগাছিয়া বাজারের বাড়িগুলোয় ডাকাতির চেষ্টা করে। টের পেয়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় এক ডাকাত হাতবোমা ছুড়তে গেলে তার হাতেই বিস্ফোরিত হয়। এতে তার হাত উড়ে যায়। গুরুতর আহত হয়ে নদীতে পড়ে তার মৃত্যু হয়। অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
সদর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিবুল হোসেন বলেন, নিহত ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।