ভারতীয় পণ্য ও সেবায় ৫০ শতাংশ শুল্ক চাপানোর জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর অনিশ্চিত হয়ে গেল। এ বছরই চতুর্দেশীয় কোয়াড শিখর সম্মেলনের সিদ্ধান্ত হয়েছিল ভারতে হবে। এ শিখর সম্মেলন হলেই প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফর হতো। সরকারি সূত্রে জানা গেছে, আপাতত কোয়াড শিখর সম্মেলনের দিন অনিশ্চিত হয়ে গেছে। এমনকি যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক দলের ভারতে আসার কথা ছিল সেটাও বাতিল হয়ে গেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের কারণে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন হলেও সম্পর্ক উন্নত হয়েছে।’
গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেই বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, ভারতে কোয়াড সম্মেলন হবে। তার সাফল্য কামনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর গত জুলাইয়ে ওয়াশিংটনে কোয়াড রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হয়। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছাড়া অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছিলেন।
মার্চ মাসের বৈঠকে ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা নিয়ে বৈঠক কার্যত ভেস্তে যায়। বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন। সমঝোতা না হওয়ার পর ট্রাম্প ভারতের পণ্যের ওপর প্রথমে ২৫ শতাংশ, তারপর রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপান।
এরপর প্রধানমন্ত্রী মোদি প্রকাশ্য সভায় ঘোষণা করেন, ব্যক্তিগতভাবে তার ক্ষতি হলেও তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শর্ত মানবেন না।