দেশের জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস এখন কাতারে। আগামীকাল তারা দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগে বাছাই পর্ব ম্যাচ খেলবে সিরিয়ার ‘আল কারো মাহ’র বিপক্ষে। ম্যাচ জিতলে গ্রুপ পর্বে সুযোগ পাবে কিংস। গতকাল শুধু স্থানীয় ফুটবলারদের নিয়ে ঢাকা ছেড়েছে দলটি। বিদেশিরা নিজ দেশ থেকেই কাতার গেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেল, চার বিদেশি ফুটবলার রাফায়েল, টনি, সানডে ও ডরিয়েলটন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবেন। দলের ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসও দায়িত্ব শুরু করবেন চ্যালেঞ্জ লিগ দিয়ে।
ঢাকায় শুধু স্থানীয় ফুটবলাররা অনুশীলন করেছেন। দোহায় সবাই মিলে দুই দিন অনুশীলন করবেন। যাওয়ার আগে তপু বর্মণ বলেছেন, ‘কাতারে আমাদের লক্ষ্য একটাই-জয়। আশা করি দেশবাসীকে হতাশ করব না। স্থানীয় ও বিদেশি নিয়ে গড়া দলের শক্তি আরও বেড়েছে। প্রবাসী ফুটবলার কিউবা মিচেল যোগ দেওয়ায় দল উজ্জীবিত। ঘরোয়া আসরে নামার আগে আমরা চ্যালেঞ্জ লিগ খেলব। শক্তির বড় একটা বড় পরীক্ষা হয়ে যাবে। ঘরোয়া ফুটবলে আমরা সফল হলেও আন্তর্জাতিক পর্যায়ে পারছি না। এবার আমরা সাধ্যমতো চেষ্টা করব।’