উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে গত দুদিন থেকে কুড়িগ্রামে তিস্তা, দুধকুমর ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ নদীর পানি বেড়েই চলেছে। কুড়িগ্রাম জেলার ছোট বড় সব নদনদীর পানি নতুন করে বাড়ায় আবারো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদীর অববাহিকার নিম্নাঞ্চলসমূহে পানি ঢুকে পড়ায় ফসল তলিয়ে গেছে।
রবিবার স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় সবকটি নদনদীর পানি কোথাও কমেছে আবার কোথাও বেড়েছে।তবে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার কমলেও এখন তা বিপৎসীমার মাত্র ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমর নদের পাটেশ্বরী পয়েন্টে ১০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া এবং চিলমারী পয়েন্টে ২-৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ অবস্থায় সবকটি নদনদী তীরবর্তী এলাকার মানুষজন নতুন করে বন্যায় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সেখানকার ফসল নষ্টের শংকা কৃষকদের। কয়েক দফা নদীর পানি বেড়ে শাকসবজি,মরিচ,পাটসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, গতরাত থেকে তিস্তার পানি কিছুটা কমতে শুরু করলেও অন্যান্য নদনদীর পানি বাড়ছে। তবে এখনই বড় ধরনের বন্যার শঙ্কা নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম