চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের হত্যায় ধরন পাল্টিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এখন তারা গুলি করার বদলে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর লাশ ফেলে দিচ্ছে নদীতে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এভাবে তিন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাসুদপুর সীমান্তের পদ্মা নদী থেকে ২ আগস্ট ক্ষতবিক্ষত দুই বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং একই এলাকার মর্তুজা রেজার ছেলে সেলিম রেজা (৩৫)। দুজনকেই বিএসএফ আটকের পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে এবং লাশ নদীতে ফেলে দেয়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ও সেলিম পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালান কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গত ২৮ জুলাই তারা নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। যদিও পরিবারের স্বজনদের দাবি, তারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। নিহত শফিকুলের বোনজামাই ও মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সমির উদ্দিন জানান, নির্যাতন করেই তাদের হত্যা করা হয়। তাদের সারা শরীরে অনেক নির্যাতনের চিহ্ন রয়েছে। এগুলো অ্যাসিডে দগ্ধ হয়ে পোড়া ফোসকার মতো। এ ছাড়াও শফিকুলের অনেক দাঁত ভাঙা পাওয়া গেছে। বিএসএফ সদস্যরা তাদের নির্যাতন করে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে। সমির উদ্দিন আরও জানান, গত ৩০ জুলাই বিকালে স্থানীয়রা প্রথমে শফিকুলের মৃতদেহ পদ্মা নদীতে ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি, পুলিশ, নৌ-পুলিশের সহায়তায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার দিকে সেলিমের লাশও একই এলাকায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ সেলিমের মৃতদেহ উদ্ধার করে। এর আগে গত ১৯ জুলাই রাতে চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্ত দিয়ে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ লাল চাঁন চোরাই পথে গরু আনার জন্য ভারতে যান। এরপর আর তিনি ফিরে আসতে পারেননি। তার কোনো খোঁজও মিলছিল না। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। তবে স্বজনরা সন্ধ্যায় মোহাম্মদ লাল চাঁনের লাশ গোপনে নাচোল উপজেলার নেজামপুরে দাফন করেন। এ ব্যাপারে স্থানীয়রা জানান, ৩০ জুলাই গভীর রাতে জহুরপুর বিওপির ১৬/৭ সীমান্ত পিলারের কাছ দিয়ে পাঁচজন চোরাকারবারি গরু আনার জন্য ভারতে যান। এ সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে চারজন পালিয়ে আসেন এবং মোহাম্মদ লাল চাঁন (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলা হয়। লাল চাঁনের দাফন কাজের সঙ্গে যুক্তরা জানান, তার পা বিদ্যুৎ শকে পোড়া অবস্থায় দেখা গেছে। তিন হত্যার ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মৃতদেহ উদ্ধারের ঘটনা সীমান্ত এলাকায় হওয়ায় এবং স্থানীয়ভাবে ঘটনা জানার পর ক্যাম্প কমান্ডার পর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় এবং সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ অবস্থায় সীমান্তে হতাহতের ঘটনারোধে অবৈধ পথে ভারত না যাওয়ার জন্য সীমান্ত এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, গত দুই সপ্তাহের ব্যবধানে বিএসএফ বাংলাদেশিদের হত্যার ধরন পাল্টিয়ে গুলির পরিবর্তে নির্মম নির্যাতনের পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে লাশ সীমান্তে ফেলে রাখছে বা নদীতে ভাসিয়ে দিচ্ছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করে বিএসএফের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সীমান্তে তিন নিষ্ঠুর হত্যা নিয়ে যত প্রশ্ন
অভিযোগের তির বিএসএফের দিকে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর