আসামির বাসা থেকে উদ্ধার করা টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাজ্জাদুর রহমান ডিবির রমনা বিভাগে দায়িত্বে থাকাকালে সঙ্গীয় ফোর্সসহ শেরেবাংলা নগর থানার একটি মামলার আসামি আলিমুজ্জামান সৈকতকে অনুমতি ছাড়া নড়াইল থেকে গ্রেপ্তার করেন এবং তার বাসা থেকে ২৭ লাখ টাকা উদ্ধারের পর ওই টাকা বিধিবহির্ভূতভাবে নিজের হেফাজতে রাখেন। জিজ্ঞাসাবাদে তিনি ২২ লাখ টাকার কথা স্বীকার করেছেন। এতে আরও বলা হয়েছে, এ ছাড়া তিনি প্রযুক্তিগত আলামতের সঠিক জব্দ তালিকা তৈরি করেননি, আসামিকে আটকের বিষয়টি গোপন রাখেন এবং পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্য গোপন করে নিজের নির্দোষ প্রমাণের চেষ্টা চালান। এসব কারণে সরকারি কর্মচারী বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।