পুলিশ পরিচয়ে বিভিন্ন অফিসে হানা দিত একটি চক্র। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন পুলিশের চাকরিচ্যুত এসআই সাজ্জাদুর রহমান। কেউ যাতে সন্দেহ না করতে পারে সেজন্য সব সময় নিজের কাছে হাতকড়া, আইডি কার্ড ও একটি ওয়াকিটকি রাখতেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানীর মিরপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় এসআই সাজ্জাদুর রহমান ও তার সহযোগী জসিম উদ্দীনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে পুলিশের একটি আইডি কার্ড, একটি হ্যান্ডকাফ এবং একটি ওয়াকিটকি জব্দ করা হয়। গতকাল এসব তথ্য জানান র্যাব-৪-এর অতিরিক্ত এসপি (মিডিয়া) কে এন রায় নিয়তি। তিনি জানান, গত সোমবার সন্ধ্যায় মিরপুর থানার ধানক্ষেত মোড় এলাকার রওশন আরা ইন্টারনেট কমিউনিকেশন কোম্পানির অফিসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে চক্রটি পুলিশ পরিচয়ে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। সবশেষ সোমবার রওশন আরা ইন্টারনেট কমিউনিকেশন কোম্পানির অফিসে চাঁদা আদায়ে গেলে প্রতিষ্ঠানটির মালিক হায়দার আলী টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাকে হত্যা ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী বিষয়টি র্যাবকে জানালে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসআই সাজ্জাদুর জানান, ২০২৩ সালে সাভারের ধামরাই এলাকায় মাইক্রোবাসে চাঁদাবাজির অভিযোগে তিনি চাকরি থেকে বরখাস্ত হন। চাকরিচ্যুত হওয়ার পর থেকেই সহযোগীদের নিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।