ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর ময়না আক্তার (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় রবিবার সকালে লাশটি পাওয়া যায়। সরাইলের ছন্দুমিয়া পাড়ার বাহরাইনপ্রবাসী আবদুর রাজ্জাক মিয়ার মেয়ে ময়না লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্থানীয় মাদরাসায় নুরানি বিভাগেও পড়ত সে।
মা লিফা আক্তার জানান, শনিবার বেলা ৩টার দিকে ময়না বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হয়। এরপর তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকে। সমাজমাধ্যমে নিখোঁজসংক্রান্ত পোস্ট এবং এলাকায় মাইকিং করা হয়। পরদিন সকালে মসজিদের মক্তবে পড়তে যাওয়া এলাকার শিশুরা দ্বিতীয় তলার একটি কক্ষে তার রক্তাক্ত লাশ দেখে। পরে ইমাম ময়নার স্বজনদের খবর দেন। তারা গিয়ে দেখেন মেয়ের বিবস্ত্র ও গলায় কাপড় প্যাঁচানো মৃতদেহ পড়ে আছে। সরাইল থানা পুলিশ, পিবিআই, সিআইডি ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, ময়নাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। সংগ্রহ করা হচ্ছে আলামত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তাকে ধর্ষণ করা হয়েছে কি না ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে।