চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। তার লাশ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। গতকাল উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও গ্রামবাসী জানান, গতকাল দুপুরে ইব্রাহিম বাবুসহ চার-পাঁচজন ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যান। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। একদল স্বর্ণ চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে বসবাসরত ১৫ বাংলাদেশিকে মঙ্গলবার দুপুরে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের সদস্যরা আটক করেন। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ও যাচাইবাছাই শেষে তাদের ফেরত আনে বিজিবি। এরপর তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটকদের মধ্যে চার নারী ও পাঁচ শিশু রয়েছে। গতকাল সকালে মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে।