ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)-এর সেমিনারে ব্যবসায়ীরা গ্যাস, বিদ্যুতের সংকট তুলে ধরে কারখানা চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন। তারা বলেছেন, পরিস্থিতি এমন হয়েছে যে, দেশে নতুন বিনিয়োগ হচ্ছে না। সেমিনারে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, গ্যাস সমস্যার কারণে বিদ্যমান কারখানাই চালাতে পারছি না। সেখানে ব্যবসা সম্প্রসারণ বা নতুন বিনিয়োগ কী করে আসবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দেশে নতুন বিনিয়োগ আসছে না বললেই চলে। যা আসছে তার বেশির ভাগই পুনর্বিনিয়োগ। এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, অবকাঠামো নির্মাণের পাশাপাশি ব্যবসা সহজীকরণে সরকারকে গুরুত্ব দিতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে অর্থনৈতিক করিডর ও লজিস্টিকস উন্নয়ন : বিনিয়োগের সুযোগ’ শীর্ষক সেমিনারে এসব বক্তব্য উঠে আসে। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবির আবাসিক প্রতিনিধি হো ইউন জিওং বলেন, বাংলাদেশের লজিস্টিক খাতে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে। যেমন অতিরিক্তভাবে সড়কপথের ওপর নির্ভরতা, যানজট, খরচ বেশি হওয়া এবং মাল্টিমোডাল পরিবহনের ঘাটতি। এগুলো রপ্তানিমুখী শিল্পের জন্য বড় বাধা। তাই করিডর উন্নয়নের পাশাপাশি লজিস্টিকস খাতের আধুনিকায়নও জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরকে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পশ্চাৎভূমি বা হিন্টারল্যান্ড হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে। ওই অঞ্চলের পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হতে পারে, এমনকি সেখান থেকে কাঁচামাল এনে বাংলাদেশে মূল্য সংযোজন করেও রপ্তানি করা যেতে পারে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারব না। প্যানেল আলোচনায় সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, আমরা প্রায় সময় বড় অবকাঠামোকে অগ্রাধিকার দিই। আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির সিনিয়র ইকোনমিকস অফিসার বরুণ কুমার।