টেকনাফের তুলাতলীতে বিদেশি পিস্তল, তাজা গুলি ও ৩০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তাররা হলেন- মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আবদুল শক্কুর (৪০)। এরা কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, সোমবার মধ্যরাত আড়াইটার দিকে কোস্টগার্ডের একটি দল টেকনাফ থানাধীন তুলাতলী ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে মাদক ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা পাল্টা গুলি চালায় এবং উভয় পক্ষের গোলাগুলিতে আবদুল শক্কুর (৪০) নামে একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করে। পরে আটককৃত বোটটিতে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। এ সময় চারজন মাদক পাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আহত ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।