গত এক বছরে দেশে নানা অস্থিতিশীলতার মধ্যেও তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। সদ্য বিদায়ি ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরে তা ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার যা আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৮৪ বিলিয়ন ডলার বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে পোশাক রপ্তানির ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের মধ্যে নিট তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরে এ খাত থেকে এসেছিল ১৯ দশমিক ২৮ বিলিয়ন ডলার। আর ওভেন তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার, আগের অর্থবছরে যা ছিল ১৬ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এদিকে, সদ্যবিদায়ি অর্থবছরের জুন মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩১ শতাংশ কমেছে। অর্থাৎ ওই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ২৭৮ কোটি ৭৭ লাখ ডলার। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ২৯৭ কোটি ৫৪ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৫৩ কোটি ৯৯ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ০৪ শতাংশ কমেছে। এ ছাড়া ১২৪ কোটি ৭৭ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ।