রাজধানীর বেইলি রোডের সিরাজ সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। আগুন আতঙ্কে ভবনটির বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল, ভবনের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনের খবরে মুহূর্তেই ওই ভবনসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। একই সঙ্গে ভবনের ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। উদ্ধার হওয়া এসব ব্যক্তির মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও ২ শিশু রয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দীন বলেন, ‘সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের মোট ৯টি ইউনিট কাজ করে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে সেখানে এই আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমাদের কাজ চলছে।’
গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনে বেশ কয়েকটি রেস্তোরাঁয় নানা বয়সি মানুষ রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগে। তখন ভবন থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে নারী ও শিশু ছিল বেশ কয়েকজন।