গাজীপুরে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে “রেমিট্যান্স যোদ্ধা দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আনিছুজ্জামান, প্রবাসী লাল মিয়া প্রমুখ। পরে গাজীপুরের দুইজন রেমিট্যান্স যোদ্ধা মাসুম খান ও আরিফুল ইসলামের পরিবারের সদস্যের হাতে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ